Published: 01 Oct 2019
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোতে পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য কোন রকম চার্জ ছাড়াই বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে সিটিজেন সিকিরিউটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিও অ্যাকাউন্ট খোলার সঙ্গে গ্রাহকদের একটি আকর্ষনীয় মগ ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি। ছবি অর্থসূচকআজ শনিবার এক্সপোতে অংশ নেওয়া সিটিজেন সিকিরিউটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্টল ঘুরে দেখা গেছে, এক্সপোতে আসা দর্শনার্থীরা স্টলে এসে ভিড় জমিয়েছেন। তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন তথ্য সেবা সম্পর্কে স্টলের ইভেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলছেন। গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে এই এক্সপো শুরু হয়েছে। আজ এক্সপোর তৃতীয় ও সমাপনী দিন চলছে। সিটিজেন সিকিরিউটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী বলেন, কোনো ধরণের ঝামেলা ছাড়াই বিনিয়োগকারীরা যাতে পুঁজিবাজারে লেনদেন করতে পারে তার সব ধরনের সেবাই আমরা দিচ্ছি। আমরা ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডার রাইটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি সেবা দিয়ে আসছি। গত ১ ডিসেম্বর থেকে বিনিয়োগকারীদের পোর্ট ফলিও সেবাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাহিদ আহমেদ চৌধুরী বলেন, মেলা উপলক্ষে কোন চার্জ ছাড়াই ফ্রিতে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে সিটিজেন সিকিরিউটিজ। বিও অ্যাকাউন্ট খোলার সঙ্গে গ্রাহকদের একটি আকর্ষনীয় মগ ফ্রি দেওয়া হচ্ছে। এক্সপোতে পুঁজিবাজারের প্রায় সব ধরনের স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব রয়েছে। এতে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্টকোম্পানি, ক্রেডিটরেটিং এজেন্সি, অডিটফার্ম এবং তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নিয়েছে। এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৫টি স্টল রয়েছে। এসব স্টলে কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ও সেবা প্রদর্শন করছে। এক্সপোতে একটি স্টলে কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন, শেয়ারবাজার ও অর্থনীতি সংক্রান্ত বইয়ের সমাবেশ রয়েছে। জ্ঞানের পরিধি বাড়ানো ও বিনিয়োগ সিদ্ধান্ত নির্ভুল করার জন্য কার্যকরী হতে পারে এসব বই। এক্সপোতে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ পুঁজিবাজার বিশেষজ্ঞরা বিভিন্ন সেমিনারে অংশ নিচ্ছেন। এক্সপোর দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র’র আয়োজন করা হচ্ছে। এতে প্রতিদিনই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিমান টিকেট (প্রতিদিন ঊভয় রুটে একটি করে), ল্যাপটপ (প্রতিদিন ১টি), স্মার্ট ফোনসহ (প্রতিদিন ৫টি করে) আকর্ষণীয় অনেক পুরস্কার রয়েছে। অর্থসূচক/মাইদুল/শাহীন/